ইলাষ্ট্রেটরে ফাইল প্রিন্ট করবেন কিভাবে?
Print (তৈরীকৃত ফাইল/ডকুমেন্ট এর আউটপুট দেত্তয়া) :
তৈরীকৃত ফাইল বা ডকুমেন্ট কে প্রিন্ট করে আউটপুট বের করার জন্য ফাইলটি ওপেন থাকা অবস্থায়:
File Click→
Print Click→
অথবা কিবোর্ড থেকে Ctrl+P চাপুন তারপর
OK Click →
তবে প্রিন্ট করার আগে প্রিন্ট সেটাপ করে নিতে হয়। কিভাবে প্রিন্ট সেটআপ করবেন নিম্নে দেয়া হলো:
Print Setup (ডকুমেন্ট/ ফাইলকে প্রিন্ট উপযোগী করা) :
ডকুমেন্ট বা ফাইল প্রিন্ট করার আগে প্রিন্ট সেটআপ করা প্রয়োজন হয়। প্রিন্ট সেটআপ করার নিয়ম:
যে ডকুমেন্ট বা ফাইল প্রিন্ট সেটআপ করতে হবে তা স্বক্রিয় থাকাবস্থায়
File Click →
Print Setup Click→ করলে Print Setup Dialog Box আসবে তখন • Printer Name:এখানে Drop Down key তে ক্লিক করে যে প্রিন্টারের সাহায্যে প্রিন্ট করতে হবে তা সিলেক্ট করতে হয়।
তারপরPaper Size : যে সাইজের কাগজ প্রিন্টের জন্য ব্যবহার করা হবে তা সাইজ অপশনের Drop Down key তে ক্লিক করে তা বেছে নিতে হবে ।
Paper Source : প্রিন্টের সময় যে সোর্স থেকে কাগজ যোগান দেওয়া হবে উহা সিলেক্ট করতে হবে।
Orientation অপশনে Portrait & Landscape দ্বারা Art Board টি লম্বালম্বি ভাবে না আড়াআড়ি ভাবে প্রদর্শিত ও | প্রিন্ট হবে তা নির্ধারন করা যায়।
পরবর্তীতে Ok Click→ করলে মনের ইচ্ছেমত Print Setup হবে ।
[ Or : Keyboard Key {Ctrl+Shift+P} Press করলে সাথে সাথে Print Setup Dialog Box টি চলে আসবে।]

0 comments:
Post a Comment