ইলাষ্ট্রেটরে Document setup এর কাজ
Document setup (ডকুমেন্ট/ ফাইলকে ইচ্ছেমত সেটিং করা) :
File Click →
Document Setup Click → করলে সাথে সাথে Document Setup Dialog Box আসবে তখন
Size অপশন ক্লিক→ করে Drop down থেকে আর্ট বোর্ডের সাইজ বেছে নিতে হবে
Units অপশন ক্লিক→ করে আর্টবোর্ডের পরিমাপের একক কি হবে উহা নির্ধারন করতে হবে সাধারণত দেশীয় পরিমাপের জন্য ইঞ্চি (Inches) নিতে হবে।
Width অপশন নির্ধারন করে আর্ট বোর্ডের চওড়া কত হবে তা নির্ধারন করতে হবে
Height আর্ট বোর্ডের উচ্চতা নির্ধারন করতে এই অপশনে কাজ করতে হবে
Use Print Setup অপশনটি নির্বাচন করে পিন্টের কাজ করা যায়
Orientation অপশনে Portrait & Landscape দ্বারা Art Board টি লম্বালম্বি ভাবে না আড়াআড়ি ভাবে প্রদর্শিত ও প্রিট হবে তা নির্ধারন করা যায়। পরে এই Dialog Box এর অধিনস্থ : Print Setup Click করে প্রিন্টের সবকিছু নিয়ন্ত্রন করতে পারি ।
পরে Ok Click→ করলে পছন্দমত Document Setup হয়ে যাবে ।
Keyboard Shortcut Key Ctrl+Alt+P Press করলে সাথে সাথে Document Setup Dialog Box টি চলে আসবে ।

0 comments:
Post a Comment