Home » » সার্চ ইঞ্জিন কি

সার্চ ইঞ্জিন কি

সার্চ ইঞ্জিন কি

সার্চ ইঞ্জিন (Search Engine): র্সাচ ইঞ্জিন হচ্ছে এক ধরনের ওয়েবসাইট বা টুলস, যা ইন্টারনেটের মাধ্যমে ওয়েব সার্ভার থেকে যেকোনো তথ্য অথবা অন্যান্য ওয়েবসাইট খুঁজে পেতে সাহায্য করে। র্সাচ ইঞ্জিনের ঠিকানা ব্রাউজার সফটওয়্যারের অ্যাড্রেস বারে লিখে এন্টার চাপ দিলে বা go তে ক্লিক করলে এই র্সাচ ইঞ্জিনের ওয়েব পেজটি ওপেন হবে। র্সাচ ইঞ্জিনের ফাইন্ড বক্সে কাঙিক্ষত তথ্য বা ওয়েবসাইটের নাম লিখে এন্টার দিলে সে সম্পর্কিত বিভিন্ন ওয়েব পেজের লিংকের তালিকা প্রদর্শিত হবে। এর মধ্য থেকে উপযুক্ত সাইটটির ওপর ক্লিক করে ওয়েবসাইটটি ওপেন হবে। সারা বিশব অসংখ্য সার্চ ইঞ্জিন রয়েছে। তার মধ্যে জনপ্রিয় কয়েকটি সার্চ ইঞ্জিনের নাম ও তাদের প্রত্যেকের বিশেষত্ব নিচে দেওয়া হলো:


গুগল (google): সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় হলো গুগল সার্চ ইঞ্জিন, যার সাহায্যে সহজেই যেকোনো ওয়েবসাইট বা তথ্য সার্চ করা যায়।

ইয়াহু (yahoo): ইয়াহু সার্চ ইঞ্জিনের সাহায্যেও সহজেই যে কোনো ওয়েব সাইট সার্চ করা যায়।

বিং (bing): এটি মাইক্রোসফট কোম্পানির একটি সার্চ ইঞ্জিন, যার সাহায্যে খুব সহজেই ভিডিওসহ অন্যান্য সাইট সার্চ করা যায়।

পিপীলিকা (pipilica): বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন হলো পিপীলিকা সার্চ ইঞ্জিন, যার সাহায্যে বাংলা লিখে সার্চ করা যায়।

0 comments:

Post a Comment

Contact form

Name

Email *

Message *