Home » » টেলনেট কি

টেলনেট কি

টেলনেট কি

টেলনেট (Telnet): টেলনেট হচ্ছে এমন একটি ইন্টারনেট টুলস, যার সাহায্যে একটি কম্পিউটারের মধ্যে অন্য একটি কম্পিউটার ব্যবহার করা যায় বা প্রবেশ করা যায়। এটি এমন একটি প্রোগ্রাম, যা একটি নির্দিষ্ট কম্পিউটার ও দূরবর্তী কম্পিউটারের মধ্যে একটি জানালা হিসেবে কাজ করে। ফলে ব্যবহারকারীর কাছে মনে সে দূরবর্তী কম্পিউটারটির কাছে বসে কাজ করছে। টেলনেট সংযোগ অনেক কাজের জন্য বেশ প্রয়োজনীয়। যেমন- একটি লাইব্রেরির ক্যাটালগের সাথে টেলনেট সংযোগ স্থাপন করে ঘরে বসেই এই লাইব্রেরি থেকে যেকোনো বই সম্পর্কে তথ্য সংগ্রহ করা যায়। আবার টেলনেট সংযোগ স্থাপন করে অনলাইন কনফারেন্সও করা যায়।

0 comments:

Post a Comment

Contact form

Name

Email *

Message *