ইউনিকোড কি
ইউনিকোড (Unicode) : Apple Computer Corporation এবং Xerox Corporation -এর বিভিন্ন প্রকৌশলী ১৯৯১ সালে Unicode আবিষ্কার করেন। Unicode-এর পুরো নাম হলো Universal Code. একটি হলো ১৬ বিটের কোড যার সাহায্যে ৬৫৫৩৬টি কোড গ্রুপ তৈরি করা যায়। কম্পিউটার টেকনোলজিতে ইউনিকাডকে কোড পয়েন্ট (Code Point) বলা হয়। বিভিন্ন ধরনের ক্যারেক্টার ও টেক্সটকে প্রকাশ করার জন্য ইউনিকোড ব্যবহৃত হয়। MS Windows, Mac OS, Linux ইত্যাদি অপারেটিং সিস্টেম Unicode সাপোর্ট করে।

0 comments:
Post a Comment