ইনপুট ডিভাইস কাকে বলে
ইনপুট ডিভাইস (Input Device): কম্পিউটার বিভিন্ন ধরনের হার্ডওয়্যারের বা ডিভাইসের মাধ্যমে ব্যবহারকারীর কাছ থেকে কিংবা বিভিন্ন পরিবেশ থেকে প্রক্রিয়াকরণের জন্য বিভিন্ন ধরনের ডেটা গ্রহণ করে। কম্পিউটারের প্রক্রিয়াকরণের কাজে ডেটা প্রদানে নিয়োজিত হার্ডওয়্যারসমূহই হলো ইনপুট ডিভাইস। কম্পিউটার সিস্টেমে বিভিন্ন ধরনের ইনপুট ডিভাইস ব্যবহৃত হয়। তার মধ্যে কমন ইনপুট ডিভাইসসমূহ হলো-
১। কি-বোর্ড (Keyboard)
২। মাউস (Mouse)
৩। ট্যাকবল (Trackball)
৪। জয়স্টিক (Joystick)
৫। টাচ স্ক্রিন (Touch Screen)
৬। বার কোড রিডার (Bar Code Reader)
৭। পয়েন্ট অফ সেল (Point of Sale)
৮। ওএমআর (OMR)
৯। ওসিআর (OCR)
১০। স্ক্যানার (Scanner)
১১। ডিজিটাইজার (Digitizer)
১২। লাইটপেন (Lightpen)
১৩। গ্রাফিক্স প্যাড (Graphics Pad)
১৪। ডিজিটাল ক্যামেরা (Digital Camera); ইত্যাদি।

0 comments:
Post a Comment