এডোবি ইলাস্ট্রেটরে Export এর ব্যবহার
Export (লেখা বা ছবি বা গ্রাফিক্স রপ্তানী করা):
অন্য প্রোগ্রামে পাঠানোর উপযোগী করে একটি File তৈরী করে
File Click→
Export Click→ করলে সাথে সাথে Export Dialog Box চলে আসবে তখন Save in Box এ Folder Select করে Save as type Box এ Program (Photoshop) Name Select ass File Name Box এ ফাইলের নাম লিখে
Save Click→ করলে Photoshop Options Dialog Box আসবে তখন
Ok Click→ করলেই তৈরীকৃত ফাইল Adobe Photoshop Program এ রপ্তানী হবে। পরে আমদানীকারক প্রোগ্রাম Adobe Photoshop Program Open করে নিদ্রিষ্ট Folder থেকে Photoshop Mode এ File টি Open করা যাবে । তৈরীকৃত ফাইল অন্যান্য প্রোগ্রামেও পাঠানো যায়। তবে আমদানীকারক প্রোগ্রামটি ঐ কম্পিউটারে থাকতে হবে ।

0 comments:
Post a Comment