Home » » ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক কে

ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক কে

ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক কে

ব্রিটিশ কম্পিউটার বিজ্ঞানী টিমথি বার্নার্স-লি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবর জনক হিসেবে পরিচিত।

ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের কার্যপ্রণালী (Working System of World Wide Web) :

World Wide Web বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের সংক্ষিপ্ত রূপ WWW। একে ওয়েবও বলে। ওয়েব হলো এমন একটি বৃহৎ সিস্টেম, যা অনেকগুলো ওয়েব সার্ভারের মধ্যকার সংযুক্তির মাধ্যমে গঠিত হয়। ওয়েব ক্লায়েন্ট-সার্ভার আর্কিটেকচার অনুযায়ী গড়ে উঠেছে। এর অর্থ হচ্ছে ক্লায়েন্ট কম্পিউটার ওয়েব ব্রাউজারের মাধ্যমে প্রোগ্রামটি বা ওয়েবটি রান করে অনুরোধ (Request) পাঠাবে সার্ভারে। সার্ভার, ক্লায়েন্ট কম্পিউটারের অনুরোধকৃত তথ্যটি ইন্টারনেটের মাধ্যমে ক্লায়েন্ট কম্পিউটারের ব্রাউজারের কাছে পাঠিয়ে দেবে এবং ব্রাউজার তা অনুবাদ করে স্ক্রিনে প্রদর্শন করবে। আর এভাবেই ওয়েব ব্রাউজার তার কার্যক্রম সম্পাদিত করে।


0 comments:

Post a Comment

Contact form

Name

Email *

Message *