স্ক্যানার কি
স্ক্যানার (Scanner): স্ক্যানার একটি আধুনিকতম ইনপুট ডিভাইস যার সাহায্যে যেকোনো ধরনের ইমেজ বা ছবি, টেক্সট ইত্যাদি কম্পিউটারে ইনপুট করা যায়। এটির সাহায্যে যেকোনো ধরনের লেখা বা ইমেজ কম্পিউটারে ইনপুট করে প্রয়োজন অনুসারে পরিবর্তন, পরিবর্ধন, সংশোধন, বিভিন্ন রঙের ব্যবহার, একাধিক ইমেজের সংযোগ ইত্যাদি কার্যাবলি সম্পাদন করা যায়। তবে এ কার্যাবলি সম্পাদনের জন্য মূলত ব্যবহারিক সফটওয়্যার (অ্যাডোব ফটোশপ) ব্যবহার করা হয়ে থাকে। মডেলভেদে স্ক্যানারের আকৃতি বিভিন্ন রকম হয়। কম্পিউটারে ছবি ক্যাপচার করার জন্য আমাদের দেশে যে সকল স্ক্যানার ব্যবহার করা হয় সে সকল স্ক্যানার সাধারণত ফ্লাট বেড স্ক্যানার হিসেবে পরিচিত। অফিসের কাজে পেজ স্ক্যানার বা হেন্ডহ্যাল্ড স্ক্যানার ব্যবহৃত হয়ে থাকে। পেশাদারি কাজের জন্য যে সকল স্ক্যানার ব্যবহৃত হয় তাকে ড্রাম স্ক্যানার বলা হয়। এছাড়া বিভিন্ন কাজে অপটিক্যাল স্ক্যানারও ব্যবহৃত হয়ে থাকে।

0 comments:
Post a Comment